|| মোদের কণ্ঠ রোধ করিবা? মোদের ভাবিছো অল্প? ভাবিয়া লইও, শুনিয়া লইও অগ্ন্যুতির গল্প ||
প্রতিবাদের স্ফুলি?গ বুকে নিয়ে যখন জুলাইয়ের কোটা আন্দোলনে আমরা দাঁড়াই, অপশাসকের অহমভরা চোখে সেই স্ফুলি?গর ক্ষুদ্র আকৃতিটুকুই ধরা পরে, অগোচরে থেকে যায় তার তীব্রতা।
কিন্তু মূহূর্তেই সেই স্ফুলি?গতে হাওয়া হয়ে এসে লাগে এদেশের মানুষের ঐক্য ও সংহতি, তৈরী হয় আগুন, আর সেই আগুনে জ্বালানি জোগায় আবু সাইদ, মুগ্ধ আর ইয়ামিনদের মতো শহীদের আত্মত্যাগ এর ঢল। রক্তে রক্তে বেজে উঠে দামামা, অকুন্ঠ প্রতিবাদের উন্মাদ জোয়ার, ছাইচাপা স্ফুলি?গ নির্নিমেষে পরিণত হয় নিরেট দাবানলে।
সেই চিরঃউত্তাপী দাবানলের দুঃসাহসী শিখা আরোহী হয়ে ওঠে নিষ্পেষক শেকলের গায়ে, জ্বরাক্রান্ত পারদের মত দৃঢ় ও দুর্বার গতিতে পৌঁছে যায় শেকল ধরে রাখা পাশবিক হাতে, তাকে জ্বালিয়ে-গলিয়ে ছাইমাখা মাংসপিণ্ডে পরিণত করা শেষেই পূর্ণতা পায় এই অগ্নির উদয়ের গল্প।
তাই জুলাইয়ের এই গল্প আমাদের ‘অগ্ন্যুতির গল্প’

-
Delivery Charge: 50 Taka for single book (Dhaka City & Outside Dhaka)
-
Delivery Time: 2-4 Days (Dhaka City) & 3-5 Days (Outside Dhaka)
-
Payment: Bkash: 01616 728989, Rocket: 01616 7289894 or Nagad: 01716 728989
-
Home Delivery: (Dhaka City) & Sundarban Courier Branch Office (Outside Dhaka)